Today News

চালের দাম দুই টাকা কমাতে মন্ত্রীর আহ্বান, আশ্বাস দিলেন মিলমালিকেরা


দিনাজপুরে মিলমালিকদের উদ্দেশে চালের দাম কেজিতে দুই টাকা কমানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মিলমালিকেরা সরাসরি ওয়াদা না করলেও কমানোর আশ্বাস দিয়েছেন। এরপরও ধান-চালের বাজারে খাদ্য বিভাগের চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাত ৯টায় চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। সন্ধ্যা ছয়টা থেকে জেলার মিলমালিক, চাল ব্যবসায়ী, কৃষি বিভাগ, খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মিল গেটে চালের দাম কিছুটা কমেছে। কয়েক দিন আগে চালের যে উচ্চমূল্য ছিল, চলমান অভিযানের ফলে বর্তমানে অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে।’ এ সময় খুচরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের বিশেষ নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেন মন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post